কিভাবে Domain Reseller Account Signup করবেন।

সর্ব প্রথমে আপনি এই লিংক Signup Option  এ ক্লিক করুন।

০১। Company Name:   (এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন)

০২। Contact Person Name: ( এখানে আপনার নিজের নাম লিখুন)

০৩। Address1: ( এখানে আপনার পুরা ঠিকানা লিখুন , ঠিকানা বড় হলে Address2 ব্যবহার করুন।)

০৪। City: ( এখানে আপনার সিটি লিখুন, যেমন- Dhaka)

০৫। Country: ( এখানে আপনার দেশের নাম লিখুন, যেমন- Bangladesh)

০৬। State/Region/Province: ( এখানে আপনার শহরে নাম সিলেক্ট করুন।)

০৭। Zip: ( এখানে আপনার পোস্ট কোড লিখুন)

০৮। Tel No.: (এখানে আপনার টেলিফোন নাম্বার দিন , টেলিফোন না থাকলে মোবাইল নাম্বার দিন । যেমন: প্রথম ঘরে 880 দিন এবং দ্বিতীয় ঘরে বাকী নাম্বার দিন।)

০৯। Mobile No.: ( এখানে একই ভাবে মোবাইল নাম্বার দিন)

১০। Fax No.: ( Fax No থাকলে দিতে পারেন তবে এটা বাধ্যতামূলক নয়)

১১। Email Address: ( এখানে আপনার Email Address যেমন: জিমেইল দিন)

১২। Password: ( পাসওয়ার্ড ব্যবহার করার পদ্ধতি:   j@725Kj~7#$ke8

১৩। Confirm Password: ( এখানে একই পাসওয়ার্ড ব্যবহার করুন-   j@725Kj~7#$ke8

১৪। Selling Currency: (এখানে আপনারন Selling Currency নির্বাচন করুন , বাংলাদেশি হলে Bangladeshi Taka সিলেক্ট করুন।)

১৫। Accounting Currency: (এখানে আপনারন Accounting Currency নির্বাচন করুন , বাংলাদেশি হলে Bangladeshi Taka সিলেক্ট করুন।)

১৬। Terms & Conditions এবং I’m not a robot এ টিক মার্ক দিন তারপর Submit বাটন ক্লিক করুন।

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *