স্মার্টফোন সুপার ফাস্ট করতে করণীয়

স্মার্টফোন সুপার ফাস্ট: ব্যবহারের ফলে এক সময় সুপার ফাস্ট ফোনটিরও কার্যক্ষমতা কমতে থাকে।

আমরা সাধারণত মোবাইল ফোন কেনার সময় যথেষ্ট দ্রুতগতির ফোন কেনার চেষ্ট করে থাকি যেমন র‌্যাম,

রম, প্রসেসর ইত্যাদি যাচাই বাচাই করে থাকি।  একটা সময় পরে ফোনটি স্লো হয়ে যায়। এতে করে ফোনে

ঠিকমতো কাজ করা যায় না।  এ সমস্যার সমাধান আমরা এ পর্যায়ে নিয়ে আলোচনা করবো।

অপারেটিং সিস্টেম আপডেট

স্মার্টফোন স্লো হওয়ার প্রথম কারণ হচ্ছে অপারেটিং সিস্টেম সব সময় আপডেট না থাকা।  তাই আমরা চেষ্টা করবো

আমাদের মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম আপডেট রাখা এবং মোবাইল ফোনটি অপারেটিং সিস্টেম যদি আপডেট

থাকে তাহলে ফোন স্লো হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে।

অ্যাপস আপডেট রাখা

অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো আপডেট না রাখার কারনেও আপনার মোবাইল ফোনটি স্লো হতে পারে ।

তাই আমরা প্রয়োজন অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো নতুন ভার্সন আপডেট করা।

ফ্যাক্টরি ডাটা রিসেট

আপনি যদি মনে করেন স্মার্ট ফোনটির গতি অতিরিক্ত মাত্রায় স্লো হয়ে গেছে, তাহলে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করে নিতে পারেন। ফ্যাক্টরি ডাটা রিসেট করার আগে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজনীয় তথ্য বা ডাটা ব্যাকআপ করে নিতে হবে।

মেমরি স্টোরেজ ফুল

স্মার্টফোনে অতিরিক্ত অ্যাপ, ছবি, গান, ভিডিও রাখার কারণে অনেক সময় আপনার মোবাইল ফোনটি স্লো হতে পারে ।  তাই অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, গান, ভিডিও ডিলিট করুন।

অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট

আমরা বিভিন্ন কারণে অপ্রয়োজনীয় অ্যাপস ইন্সটল করে রাখি।  এই অতিরিক্ত অ্যাপস এর কারনেও মোবাইল ফোনটি স্লো হতে পারে ।   তাই আমাদের করনীয় অপ্রয়োজনীয় অ্যাপস ইন্সটল না করা এবং অপ্রয়োজনীয় অ্যাপস ডিলেট করা।

ব্যাটারি পরিবর্তন

বিভিন্ন সময় ব্যাটারি সমস্যা হতে পারে।  একটি ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করলে সেই ব্যাটারির কারনে আপনার ফোনটি স্লো হতে পারে ।  সেক্ষেত্রে আপনার উচিত নতুন ব্যাটারি কেনা এবং আপনার মোবাইল ফোন এর ব্যাটারি পরিবর্তন করা।

আরো নতুন টিউটোরিয়াল পেতে আমাদের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যালেন এ যুক্ত হয়ে আমাদের  সঙ্গে থাকুন।

হোম   ফেসবুক পেইজ   ইউটিউব চ্যালেন 

ডোমেইন হোস্টিং, এসএসএল, ওয়েব ডিজাইন, ব্লাক এসএমএস, সার্ভিস পেতে লিংকে ক্লিক করুন।

ওয়েবসাইট

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *