.বিডি ডোমেইন রেজিস্ট্রেশন করার নিয়ম। .bd/.বাংলা

.bd/.বাংলা ডোমেইন রেজিস্ট্রেশন করার নিয়ম। বাংলা টিউটোরিয়াল ঢাকা আইটি ক্লাক এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম।

আজকের টিউটোরিয়াল এ আমরা আলোচনা করবো কিভাবে .bd/.বাংলা ডোমেইন রেজিস্ট্রেশন করবেন।

.বিডি ডোমেইন রেজিস্ট্রেশন করার নিয়ম। .bd/.বাংলা

সর্বপ্রথম আমরা বিটিসিএল এর ওয়েবসাইট ভিজিট করবো তারপর সেখান থেকে

রেজিস্ট্রেশন বাটন এ ক্লিক করবো, রেজিস্ট্রেশন করা থাকলে লগইন বাটনে ক্লিক করবো।

ধাপ ০১ :

নতুন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে Create an account বাটন এ ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূন্ন করবো।

এক্ষেত্রে দুইটি অপশন পাওয়া যাবে

আপনি যদি নিজ নামে রেজিস্ট্রেশন করতে চান সেক্ষে Individual নির্বাচন করুন অথবা
কোন প্রতিষ্ঠান এর নামে করতে Organization/Institution/Company নির্বাচন করুন
তারপর আপনাকে একটি ফরম পূরণ করতে হবে উদাহরন:-

ধাপ ০২ :

রেজিস্ট্রেশন সম্পূন্ন করার পর ডোমেইন অর্ডার করলে আপনাকে একটা invoice দেওয়া হবে । এতে invoice ID থাকবে উদাহরণ: ১২৩৪৫৬

ধাপ ০৩ :

এ পর্যায়ে আপনাকে ডোমেইন এর জন্য টাকা পরিশোধ করতে হবে । সেজন্য আপনার টেলিটক প্রিপেইড সিমে ১৮৪০ টাকা রিচার্জ করতে হবে।

১৮৪০ টাকা একবারে রিচার্জ করা যাবে না সেক্ষেত্রে আপনারকে দুই বার রিচার্জ করতে হবে।

ধাপ ০৪ :

এ পর্যায়ে আপনার মোবাইল অপশনে যান এবং টাইপ করুন BTCL Space (invoice ID থাকবে উদাহরণ: ১২৩৪৫৬) এবং সেন্ট করুন ১৬২২২ এ

ধাপ ০৫ :

এরপর আপনার পেমেন্ট ভেরিফাই করার জন্য আপনার একটা ৮ (আট) ডিজিট এর পিন নাম্বার দেওয়া হবে। তারপর আপনাকে আবার মোবাইল অপশনে যেতে হবে এবং টাইপ করুন BTCL Space YES Space আপনার একটা ৮ (আট) ডিজিট এর পিন নাম্বার এবং সেন্ট করুন ১৬২২২

এরপর দুইটি মেসেজ পাবেন:

এছাড়াও আপনার জিমেইল এ ০৩ থেকে ০৪ টি মেইল পাবেন।

আপনি নিজে নিজে না পারলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।

Address: Building No: 03, 2nd floor Rajarbagh Police Line, Dhaka-1217

Helpline: +8801617871743
Sales Support: +8801511871743
Billing Support: +8801977871743
Gmail: [email protected]
Web Mail: [email protected]
Website: www.dhakaitclub.com

আমাদের আরো অন্যান্য ব্লক পড়তে ভিজিট করুন : Blog

50% Hosting package  পেতে ভিজিট করুন । Shared Hosting 

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *