কিভাবে ইউটিউব চ্যানেলের Subscribe Link তৈরী করবেন?

কিভাবে ইউটিউব চ্যানেলের Subscribe Link তৈরী করবেন? হ্যালো বন্ধুরা আমি পলাশ মাহমুদ আজকের টিউটোরিয়াল আপনাদের সবাইকে পলাশ আইটি ডট কম এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি কিভাবে ইউটিউব চ্যানেলের Subscribe Link তৈরী করবেন তা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো……

কিভাবে ইউটিউব চ্যানেলের Subscribe Link তৈরী করবেন?

সর্বপ্রথম আপনি আপনার ইউটিউব চ্যানেলের Settings এর মধ্যে ক্লিক করুন।

তারপর Advanced এর মধ্যে ক্লিক করুন।

Subscribe Link

উপরে এরকম একটা লিংক পাবেন। সেখান থেকে েইউটিউব চ্যানেল আইডি কপি করুন এবং নিচের লিংকের মধ্যে ব্লোড করা অংশটুকু ডিলেট করে আপনার ইউটিউব চ্যানেল আইডি পেস্ট করে দিন ।

https://www.youtube.com/channel/UCKDFWa01XD5lZG8G-vWWkKQ?sub_confirmation=1

তারপর পুরো লিংকটা কপি করুন এবং ইউটিউব চ্যানেল Edit Link এ ক্লিক করুন।

তারপর ADD বাটন এ ক্লিক করুন।

Link Title (Max 30 Characters) অপশনে Title লিখুন এবং URL অপশনে নিচের এরকম তৈরীকৃত লিংকটা পেস্ট করুন..

https://www.youtube.com/channel/UCKDFWa01XD5lZG8G-vWWkKQ?sub_confirmation=1

তারপর Done বাটন এ ক্লিক করুন এর দেখুন আপনার ইউটিউব চ্যানেল হোম পেইজ এ পপ-আপ সাস্ক্রাইব লিংক অ্যান্ড হয়ে গেছে । এ পর্যায়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল এর পপ-আপ সাস্ক্রাইব লিংকটা যেকোন স্যোসাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেল এর  সাস্ক্রাইব বাড়াতে পারবেন।

ফেসবুক হোম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *