এডোবি সিএস-৬ ফটোশপ বাংলা টিউটোরিয়াল পর্ব-০১

Adobe Photoshop CS6 Install বাংলা টিউটোরিয়াল পর্ব-০১ এ আমি পলাশ

মাহমুদ এ আপনাদের সবাইকে জানাই www. polash-it.com এর পক্ষ থেকে

স্বাগতম । আজকের এডোবি ফটোশপ CS6 টিউটোরিয়াল এ আমি আলোচনা

করবো কিভাবে ফটোশপ ইন্সটল করতে হয়।

Adobe Photoshop CS6 Install:

ধাপ: ০১ । সর্বপ্রথম আপনি এডোবি ফটোশপ ডাউনলোড করে নিবেন এবং তা Extract করে নিবেন।

ধাপ: ০২ । এডোবি ফটোশপ এর Set Up অপশন এ রাইট বাটন ক্লিক করে run

as administrator এ ক্লিক করুন। তাপর yes এবং Ignore এ ক্লিক করুন।

ধাপ: ০৩। তাপর পর Install বাটন এ এ ক্লিক ও Accept করুন।

ধাপ: ০৪। তাপরপর সিরিয়াল নাম্বার দিন এবং Next করুন এবং Connect later ক্লিক করুন।

 

ভাষা নির্বাচন করুন এবং সফটওয়্যার নির্বাচন করুন ও ইন্সটল এ ক্লিক করুন।  ইন্সটল কার্য সম্পূন্ন হওয়ার পর কিভাবে সফটওয়্যারটি Crack করতে হয়  তা এ পর্যায়ে আলোচনা করবো।

ধাপ: ০৫। এ পর্যায়ে যেখানে সফটওয়্যার আছে সেখানে চলে যাব এবং সেখানে দেখবেন যে Crack অথবা HackDLL লেখা আছে । সে ফোল্ডারটি ওপেন করুন এবং আপনার কম্পিউটারের বিট অনুযায়ী Crack ফাইলটি কপি করুন । এবং আপনার কম্পিউটারের উইনড্রোস বাটন এ ক্লিক করুন তারপর ফটোশপ এর রাইট বাটন ক্লিক করে Open File Location এ ক্লিক করুন ‍এডোবি ফটোশপ এর উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করুন । তারপর Open File Location এ ক্লিক করুন।

ধাপ: ০৬। এবং Crack ফোল্ডারটি Past করুন তারপর Replace the file in the destination বাটন এ বাটন এ ক্লিক করুন। তারপর Continue বাটন এ ক্লিক করুন। তাপরপর ফাইলটি ক্লোজ করে দিন এবং Apply বাটন ক্লিক করুন Continue বাটন …..OK বাটন ক্লিক করুন।

এভাবে আপনারা যে কয়টি সফটওয়্যার আছে সবগুলো Crack করে নিন।

আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন…..

ধন্যবাদ।

হোম

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *