এডোবি সিএস-৬ ফটোশপ বাংলা টিউটোরিয়াল পর্ব-02

Introducing on Screen : এডোবি ফটোশপ CS6 এর স্কীন পরিচিতি বাংলা টিউটোরিয়াল পর্ব-02 এ আপনাদের সবাইকে স্বাগতম।

আজকের এই  টিউটোরিয়াল এ আমি পলাশ মাহমুদ এডোবি ফটোশপ CS6 এর স্ক্রীন পরিচিতি  সম্পর্কে স্পেট বাই স্টেপ আলোচনা করবো।

Opening Screen of Adobe Photoshop CS6:

গ্রাফিক্স ডিজাইন শুরু করার পূর্বে আমাদের অবশ্যই  ফটোশপের স্ক্রীনের টাইটেলবার, মেনুবার, ক্লোজ বাটন ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, হবিজেনটাল রোল, ভার্টিক্যাল রোল, প্যালেট, টুলবক্স, চ্যারেক্টার প্যালেট,একটিভ ডকুমেন্ট, অপশন টুলবার, ডকুমেন্ট ম্যাক্সিমাইজ, ডকুমেন্ট  মিনিমাইজ , টার্স বার,  ইত্যাদি ভালো করে জানতে হবে। ফটোশপের স্ক্রীনের টাইটেলবার, মেনুবার, ক্লোজ বাটন  ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, হবিজেনটাল রোল, ভার্টিক্যাল রোল, প্যালেট, টুলবক্স, চ্যারেক্টার প্যালেট,একটিভ ডকুমেন্ট, অপশন টুলবার, ডকুমেন্ট ম্যাক্সিমাইজ, ডকুমেন্ট  মিনিমাইজ , স্ট্যাটার্স বার বেশি বেশি চর্চা করলে অবশ্যই ভালো গ্রাফিকস ডিজাইনার হতে পারবেন আমাদের এই  ব্লোগে অনেক ভুলক্রুটি থাকতে পারে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের উৎসাহ দিবেন।

 Introducing on Screen :

 

মনে রাখবেন এডোবি ফটোশপ এর স্ক্রীনের টাইটেলবার, মেনুবার, ক্লোজ বাটন ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, হবিজেনটাল রোল,

ভার্টিক্যাল রোল, প্যালেট, টুলবক্স, চ্যারেক্টার প্যালেট,একটিভ ডকুমেন্ট, অপশন , ডকুমেন্ট ম্যাক্সিমাইজ, ডকুমেন্ট  মিনিমাইজ ,

স্ট্যাটার্স বার,  ইত্যাদি বিষয়ে সর্ম্পকে পরিচিত হলাম।

আরো বিস্তারিত জানতে নিচের ভিডিও দেখুন।

হোম ফেসবুক

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *