এডোবি সিএস-৬ ফটোশপ বাংলা টিউটোরিয়াল পর্ব-০৬

Toolbar (টুলবার)/ ToolBox (টুলবক্স) বিষয় নিয়ে আমি পলাশ মাহমুদ আজকের এই এডোবি ফটোশপ CS6 বাংলা টিউটোরিয়াল

পর্ব-০৬ এ স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক।……

Toolbar (টুলবার)/ ToolBox (টুলবক্স) ঃ

এডোবি ফটোশপ এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন করার সময় আমাদের এই Toolbar (টুলবার)/ ToolBox (টুলবক্স) এর কাজগুলো

খুব ভালোভাবে করতে হবে। কারণ এই Toolbar (টুলবার)/ ToolBox (টুলবক্স) এর কাজগুলো খুব ভালেভাবে করতে না পারলে

অন্য কাজ করা সম্ভব না। এডোবি ফটোশপ এর স্ক্রীন পরিচিতিতে আমরা এই Toolbar (টুলবার)/ ToolBox (টুলবক্স) এর সাথে পরিচিতি হয়েছি। কিন্তু এই Toolbar (টুলবার)/ ToolBox (টুলবক্স) এর অধিনস্থ টুলগুলোর মাধ্যমে কি কি কাজ করা যায় এবং কোন টুলের কাজ কি তা যদি আমরা না জানি তাহলে আমাদের কাজ করতে অসুবিধা হবে । এপর্যায়ে আমরা নিচের চিত্র দেখে বিভিন্ন টুলের কাজ সম্পর্কে  জানবো….

“চিত্র”

Toolbar ToolBox

আমাদের  এই Toolbar (টুলবার)/ এর কাজগুলো খুব ভালেভাবে জানতে হবে এজন্য অবশ্যই আমাদের উপরের দেওয়া চিত্র হতে ভালো ভাবে ব্যবহারের কায়ক্রম জানতে হবে । কারণ এ সকল Toolbar (টুলবার)/ ToolBox (টুলবক্স) এর কাজ আমরা বিভিন্ন ইমেজ  ইডিটিং, ডিজাইন ইত্যাদি কাজে ব্যবহার করে থাকি। তাই আমাদের এডিটিং সংক্রান্ত কার্যক্রম করতে Toolbar (টুলবার)/ ToolBox (টুলবক্স) কাজ জানতে হবে।

Tool Selection (টুল নির্বাচন) ঃ

(ক) মাউস দ্বারা ক্লিক করে । এবং

(খ)  শর্টকাট কী কমান্ড ব্যবহার করে।

NB : এক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে যে, অনেক গুলো টুলই কিন্তু Group টুল এরকম Group টুল থাকলে মাউস পয়েন্টার ক্লিক করলে অন্য টুল দেখা দিবে এবং মাউস টেনে তা নির্বাচন করতে হবে। এবং Alt চেপও টুল নির্বাচন করা যায়।

টুলবক্স অদৃশ্য/ দুশ্যমান করার নিয়মঃ

কী বোর্ডের Tab কী চাপলে অদৃশ্য হয়ে যায়। আবার Tab কী চাপলে দৃশ্য হয়।

NB : এক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে যে,  Tab কী চাপলে  টুল বক্স এবং অন্যান্য সব প্লেট পর্দা থেকে অদৃশ্য হয়ে যাবে। এবং Shift কী চাপে ধরে Tab কী চাপলে টুলবক্স ছাড়া বাকী সব উইন্ডো/প্লেট অদৃশ্য হয়ে যাবে।

হোম ফেসবুক

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *