বাংলাদেশ সাইবার নিরাপত্তায় Kaspersky 2018 এর নতুন নিয়ম।

হ্যালো ভিজিটর আমি পলাশ মাহমুদ আজকের Kaspersky ইন্টারনেট সিকিউরিটি টিউটোরিয়াল এ আপনাদের সবাইকে স্বাগতম।

বাংলাদেশ সাইবার নিরাপত্তায় নতুন নিয়ম চালু করেছে । বর্তমানে ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি কিনতে গেলে প্যাকেটের

ভিতরে কোন ডিকস থাকে না । নতুন নিয়ম অনুযায়ী ক্যাসপারস্কাই ইন্সটল করার জন্য সফটওয়্যার ডাউনলোড করে তারপর

ইন্সটল করতে হয়। তাই  আজকের এই বাংলাদেশ সাইবার নিরাপত্তায় Kaspersky 2018 এর নতুন নিয়ম টিউটোরিয়াল এ আমি

স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ।

Kaspersky 2018 এর নতুন নিয়মঃ

ইন্টারনেট সিকিউরিটি কিভাবে ডাউনলোড , ইন্সটল ও Actived করতে হয় তা  দেখে নিন।

শুরু করার পূর্বে  দেখে নিনঃ

০১। আপনার কম্পিউটার এ ইন্টারনেট চালু আছে কিনা।

০২। আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম Windows XP, Windows -10 থাকলে চলবে এবং Windows XP র জন্য SP3, Vista-র জন্য SP2 , Windows -07 এর জন্য SP1 থাকতে হবে।

০৩। আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম Windows XP, Windows -10, Vista এর জন্য Internet Explorer-8 থাকতে হবে।

০৪। আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম Windows XP, Windows -10, Vista এর জন্য .net frameword 4 থাকতে হবে।

০৫। আপনার কম্পিউটার এর টাইম জোন এবং তারিখ ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন।

ডাউনলোড এর নিয়মঃ

আপনি দুই ভাবে ডাউনলোড করতে পারবেন।

০১ । Kaspersky Lab এর নিজস্ব সাইট হতে ডাউনলোড করতে পারেনঃ  www.kaspersky.com/downloads

০২ । বাংলাদেশ ও ভুটানের জন্য নিদিষ্ট সাইটঃ    “এখানে  ক্লিক করুন”

ইন্সটল করার প্রদ্ধতিঃ

সেটআপ ফাইল এ ডাবল ক্লিক করুন skip এ ক্লিক করুন তারপর Run এ ক্লিক করে Actived করে নিন।

Kaspersky

রেজিষ্টেশন করা নিয়মঃ

এ্যাকটিভ করার পর ক্যাসপারস্কাই ব্যবহারকারী হিসেবে রেজিষ্টেশন করতে হবে।

পূর্বের যদি একাউন্ড না থাকে তাহলে নতুন একাউন্ড হিসেবে My Kaspersky Account তৈরী করুন।

০১ । Register Now  এ ক্লিক করুন এবং জি-মেইন আইডি দিন।

০২। ০৮ সংখ্যার পাসওয়ার্ড তৈরী করুন। ( অবশ্যই ক্যাপিটাল , স্মল এবং সংখ্যা থাকতে হবে।)

০৩। আপনার নামের প্রথম অংশ , দ্বিতীয় অংশ এবং টাম এবং কন্ডিশন এ টিক মার্ক দিন তারপর রেজিস্টেশন কমপ্লিট করুন।

আপনার  ক্যাসপারস্কাই আপডেট করার জন্য আপডেট অপশনে ক্লিক করুন এবং তা সম্পন্ন করুন।

ফুল স্কেন ঃ

আপডেট শেষ হলে আপনার কম্পিউটার ফুল স্কেন করে নিন । যতক্ষন না ফুল স্কেন শেষ হবে ততক্ষন অপেক্ষা করুন।

মনে রাখবেন ফুল স্কেন সম্পন্ন না হলে আপনার কম্পিউটার Slow হয়ে যাবে, তাই ফুল স্কেন করে নিবেন।

হোম

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *