কিভাবে আপনি কম্পিউটার বা লেপটপ এ Windows 7 Install করবেন।

হাই বন্ধুরা আমি পলাশ মাহমুদ আজকের এই Windows 7 Install টিউটোরিয়াল এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই অপারেটিং সিস্টেম ইন্সটল টিউটোরিয়াল এ আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।   তো চলুন শুরু করা যাক।

Windows 7 Install

Windows 7 Install

আজকের এই অপারেটিং সিস্টেম উইন্ডোস-৭  ইন্সটল টিউটোরিয়াল এ প্রথমে আপনাকে একটি সিডি ডিস্ক বা আইএসও ফাইল সংগ্রহ করতে হবে।

০১। শুরুতে অপারেটিং সিস্টেম উইন্ডোস-৭ ডিস্ক সিডি রমে প্রবেশ করান।

০২ । এবং তারপর আপনার কম্পিউটার Re-Start করুন এবং প্রয়োজন বোধে F2 দ্বারা বুথ সিটিং করে নিন।

০৩। ততপর বুথ ঠিক থাকলে সিডি ড্রাইভ সিলেক্ট করে ওকে বা Enter চাপুন।

০৪। সিডি ড্রাইভ সিলেক্ট করে ওকে বা Enter চাপার পর আপনার ভাষা এবং দেশ নির্বাচন করতে হবে। এবং  Next বাটন এ ক্লিক করতে হবে।

০৫। তারপর Install New করার পর অপারেটিং সিস্টেম উইন্ডোস-৭ ৩২ বিট অথবা ৬৪ বিট যে কোন একটা নির্বাচন করুন।

০৬। বিট নির্বাচন করার পর Custom নির্বাচন করুন।

০৭ । ততপর আপনার কম্পিউটার ড্রাইভ শো করবে সেখান থেকে ড্রাইভ পার্টিশন করে সি ড্রাইভ সিলেক্ট করে  Next বাটন এ ক্লিক করতে হবে।

০৮। অপারেটিং সিস্টেম ইন্সটল সম্পন্ন হওয়ারপর নিজে নিজে  Re-Start নিবে ……তারপর User Name এবং PC Name

দেওয়ার পর Next বাটন বাটন ক্লিক করুন।

০৯। এ পর্যায়ে আপনার কম্পিউটার এ যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে তা নির্বাচন করুন এবং Next বাটন বাটন ক্লিক করুন।

১০। তারপর Aks me Later নির্বাচন করুন এবং টাইম জোন সিলেক্ট করার পর Next বাটন বাটন ক্লিক করার সাথে সাথে আপনার

অপারেটিং সিস্টেম চালু হয়ে যাবে।

আরো ভালো ভাবে জানতে নিচের ভিডিওটি দেখুন।

 

Facebool ….. youtube …..Home

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *