এডোবি সিএস-৬ ফটোশপ বাংলা টিউটোরিয়াল পর্ব-০৯

সিএস-৬: Palette: গ্রাফিক্স ডিজাইন এডোবি ফটোশপ প্যাকেজে বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরীর ক্ষেত্রে ইমেজ এবং টেক্সট সমূহকে সুন্দর ও আকর্ষণীয় ভাবে তৈরীর জন্য প্যালেট গুরুপ্ত পূর্ণ ভূমিকা পালন করে। কেননা প্যালেট সমূহের সহায়তায় ইমেজ বা টেক্সট সমূহের প্রতিটি অংশে স্বল্প সময়ে সুন্দর আকর্ষনীয় করে উপস্থাপন করা যায়। সাধারণতভাবে পর্দায় প্যালেট গুলো প্রদর্শিত হয় না। Window মেনু থেকে প্রয়োজনীয় প্যালেট ক্লিক করে তা প্রদর্শন করা যায়।

Palette Work:

(১) Navigation প্যালেট : নেভিগেটর প্যালেট ব্যবহার করে অ্যাকটিভ ইমেজকে বড়-ছোট করা যায়।

(২) Info প্যালেট : এই প্যালেট ব্যবহার করে ইমেজের যে কোন অংশ মাউস পয়েন্ট নিয়ে রঙের মিশনের মান প্রদর্শিত হবে।

(৩) Color প্যালেট : এই প্যালেট ব্যবহার করে আমরা রঙের কাজ করতে পারি। (F6)

(৪) Swatch প্যালেট : এই প্যালেটিও ব্যবহার করে আমরা রঙের কাজ করতে পারি। (F4)

(৫) Style Palette: এই প্যালেটিও ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার Style Apply করা যায়।

(৬) History প্যালেট : বর্তমান ইমেজ ফাইলে যত কাজ করা হয়েছে তার তালিকা প্রদর্শিত হবে। এখানে ডিসিলেক্ট করে ইমেজের উপর কাজকে বাতিল করা যায়।

(৭) Actions প্যালেট : এ্যাকশন প্যালেট এর মাধ্যমে আমরা এ্যাকশন বা কমান্ড সিরিজ সংক্রান্ত কাজ করা যায়।

(৮) Tool Presents Palette: এই প্যালেট নির্বাচন করে আমরা টুল সিটিং এর কাজ করতে পারি।

(৯) Layers Palette: এ প্যালেটি নির্বাচন করে আমরা একটিভ ইমেজের লেয়ারসমূহ প্রদর্শিত করতে পারি। যেমন: নতুন লেয়ার তৈরী, লেয়ার ‍মুছা, লেয়ার মার্জ করা, লেয়ার মুভ করা, লেয়ার কপি করা ইত্যাদি কাজ করা যায়।

(১০) Channels প্যালেট : এই প্যালেট ব্যবহার করে আমরা ইমেজের কালার মোড অনুসারে বিভিন্ন রঙ চ্যানেলে প্রদর্শিত করতে পারি। যেমন: নতুন লেয়ার তৈরী করা চ্যানেল মুছা এবং চ্যানেল সংক্রান্ত গুরুপ্তপূর্ণ কাজ করা।

(১১) Paths প্যালেট : পাথ প্যালেট এর বিভিন্ন কমান্ড বাটন এবং মেনু ব্যবহার করে পাথ সংক্রান্ত বিভিন্ন কাজ করা যায়।

(১২) Brushes Palette: ব্রাশ নির্বাচন করলে পেইন্টব্রাশ, ইরেজার, পেন্সিল, হিস্টোরি ব্রাশের আকার নির্বাচিত ব্রাশ হবে। (F5)

(১৩)  Character প্যালেট : ফটোশপ প্যাকেজ এর মধ্যে সম্পাদিত ইমেজ এ Text সংযোজন করার জন্য এই প্যালেট ব্যবহার করা হয়ে থাকে।

(১৪) Paragraph Palette: ফটোশপ প্যাকেজ এর মধ্যে সম্পাদিত ইমেজ এ প্যারাগ্রাফ সিটিং করার জন্য এই প্যালেট ব্যবহার করা হয়ে থাকে।

হোম পেইজ    ইউটিউব

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *