Facebook Advertising Rules

 Facebook Advertising করার নিয়ম

হলো বন্ধুরা আমি পলাশ মাহমুদ আজকের টিউটোরিয়াল এ আপনাদের সবাইকে স্বাগতম । Facebook Advertising কিভাবে করবেন তা আমি পর্যায়ক্রমে আলোচনা করবো। কেন আমরা ফেসবুকে বিজ্ঞাপন দেই তা হয়তো সবাই জানেন। বর্তমানে ব্যবসায় প্রতিষ্ঠান টিকে থাকতে হলে ব্যবসায় কে করতে হয় ডিজিটালাইজেশন আর এর মূলে রয়েছে বিভিন্ন সোস্যাল মিডিয়া এর মাধ্যমে বর্তমানে ব্যবসা প্রসার করা হয়।

Social media marketing
সোস্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ছোট, বড় , মাঝারী সব রকমের ব্যবসা করতে পারি । এই ব্যবসায় প্রসার করতে আমরা বিভিন্ন সোস্যাল মিডিয়ার সাহায্য নিতে পারি ।

Online marketing:
সোস্যাল মিডিয়ার  পাশাপাশি আমরা বিভিন্ন অনলাইন মার্কেটে কাজ করতে । বর্তমানে বাংলাদেশে অনলাইন এর কাজ বাড়ছে অর্থাৎ আইটি ও স্মার্ট ফোনের উপর।

Digital marketing: 
সোস্যাল মিডিয়ার ও অনলাইন মার্কেটে এবং ডিজিটাল মার্কেটে কাজ করা জন্য আমাদের  advertisement দিতে হয়  আর তার জন্য আমরা  social media,  facebook , twitter and others social Digital media  ব্যবহার করে থাকি।

 সঠিক বিজ্ঞাপন বা ছবির নমুনা :

Facebook Business ad samples:

 

Graphic Design

 

তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখবো ফেসবুকে বিজ্ঞাপন দিতে যে সমস্যার ছবি গুলো

Wrong Facebook ad samples: 

Create Facebook page

 

Trade-License

উপরে আমরা দেখতে পাচ্ছি কিছু  Wrong Facebook ad samples  এতে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ইমেজ এ 20% এর বেশি জায়গা

জুরে লেখা আছে। ফেসবুক Advertising এর নিয়ম অনুযায়ী কোন ইমেজ এ 20% এর বেশি লেখা যাবে না।

যদি ইমেজ এ 20% এর বেশি লেখা থাকে তখন যদি আপনি Advertising করতে যান তাহলে নিচের এ রকম মেসেজ পাবেন।

অথবা

Facebook Advertising

তো বন্ধুরা এ পর্যায়ে আমরা আলোচনা করবো কিভাবে আপনি বুঝতে পারবেন যে, আপনার ফেসবুজ ইমেজ

এ 20% এর  বেশি লেখা আছে।

সর্বপ্রথমে আপনি ফেসবুকে Advertising  এর জন্য ইমেজ রেডি করুন। তারপর নিচের এই লিংকে ক্লিক করুন…

Text Overly Tools

Text Overly Tools এ  ক্লিক করার পর ….

একটা মেসেজ পাবেন এর নিচে Upload অপশন আছে। সেখানে আপনি আপনার ফেসবুক ইমেজ আপলোড করুন।
যদি আপনার ইমেজ এ লেখার পরিমান 20% এর কম হয় তাহলে  নিচের দেওয়া এ রকম একটা ok মেসেজ পাবেন।
সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *