কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে Facebook Like Page Add করবেন।

কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে Facebook Like Page Add করবেন? …হ্যালো ফ্রেন্ডস আমি পলাশ মাহমুদ ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এ আপনাদের সবাইকে স্বাগতম । আজকে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো কিভাবে ফেসবুক লাইক পেইজ Add করবেন। তো চলুন শুরু করা যাক……….

Facebook Like Page

Facebook Like Page

সর্বপ্রথম আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডেসবোর্ড এ চলে যান  তারপর সেখান থেকে Plugins Add New তে ক্লিক

করুন তারপর সার্চ অপশনে Facebook Like Page লিখে সার্চ করুন এবং install এবং Active করে নিন। এ পর্যায়ে আপনি

ফেসবুক লাইক পেইজ আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কোন পাশে এ্যাড করতে চান তা নির্বাচন করুন । যেমন Primary / Secondary / Footer 1/ Footer 2 / Footer 3 ইত্যাদি নির্বাচন করার পর আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডেসবোর্ডের Appearance হতে Widgets এর মধ্যে ক্লিক করুন তার পর ফেসবুক লাইক পেইজ মাউজ দ্বারা ড্রাগ করে যে স্থানে এ্যাড করতে চান সেখানে নিয়ে ছেড়ে দিন ।

তারপর..

০১ . Title নির্বাচন করুন।

০২ . Fan Page URL এর স্থানে আপনার ফেসবুক URL  কপি করে পেষ্ট করে দিন।

০৩. Width নির্বাচন করুন যেমন: 250

০৪. Height নির্বাচন করুন যেমন: 250

০৫ . Show Faces / Show Post নির্বাচন করতে পারেন।

এবং সর্বশেষ Save এবং Done বাটন ক্লিক করুন আর সাথে সাথে আপনার ফেসবুক পেইজ পেইজ তৈরি হয়ে যাবে।

ফেসবুক ইউটিউব হোম

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *