কিভাবে ওয়ার্ডপ্রেস এর Sub Manu তৈরী করবেন?

হ্যালো ভিজিটরস আমি পলাশ মাহমুদ আজকের ওয়ার্ডপ্রেস Sub Manu ধারাবাহিক  টিউটোরিয়াল পর্ব-০৪ এ আপনাদের সবাইকে জানাই Polash IT Education এর পক্ষ থেকে গুভেচ্ছে ও স্বাগতম । আজকের এই ওয়ার্ডপ্রেস Sub Manu ধারাবাহিক  টিউটোরিয়াল পর্ব-০৪ এ আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।

সাব মেনু কি?

একটি মেনুর ভিতরে/আওতায়  আর একটি মেনু তৈরী করাকে সাব মেনু বলে । একটি মেনুর ভিতরে একাধিক সাব মেনু তৈরী করা যায়। সাধারণত একটি মেনুর আন্ডারে যে সকল মেনু থাকে তাকেই সাব মেনু বলে।

Sub Menu

ওয়ার্ডপ্রেস  Sub Manu তৈরী :

ধাপ-০১ । সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস লগইন করে ড্রেস বোর্ড এ চলে যান।

ধাপ-০২ । Appearance থেকে Customize এ চলে যান তারপর Menus এর মধ্যে ক্লিক করুন । এবং সেখানে দেখতে পাবেন

হোম মেনু এবং ফোটার মেনু Add Item এ ক্লিক করুন এবং সাব মেনুর নাম দিন এবং Add করুন।

এভাবে যত ইচ্ছা তত গুলো তৈরী করুন ।

ধাপ-০৩ । এ পর্যায়ে ড্রেস বোর্ড হতে Appearance থেকে  Menus এ ক্লিক করুন । সেখান থেকে যে মেনুর আওতায় সাব মেনু

তৈরী করবেন তা ড্রাগ করে মেইন মেনু থেকে একটু ভিতরে দিকে নিন এবং Save Menu তে ক্লিক করুন।

হোম ফেসবুক

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *