WordPress SEO Bangla Tutorial ।। কিভাবে ওয়ার্ডপ্রেস পোষ্ট এসইও করবেন?

হ্যালো ভিজিটর আমি পলাশ মাহমুদ আজকের এই WordPress SEO Bangla Tutorial এ আপনাদের সবাইকে জানাই

Dhaka IT Club এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি ধারাবাহিক ভাবে WordPress SEO আলোচনা করবো।

কিভাবে WordPress SEO  করবেন?

সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস এসইও করতে যে সকল বিষয়ের উপর ধারনা থাকতে হবে। তা হলো….

1. post title

2. subheading

3. The text contains 300 word

4. Alternative Text (image)

5. Image Title Attribute

6. seo title

7. Slug

8. A meta description

9. The focus keyword

10. outbound links

11. internal link

12. Tag

13. Featured image আপলোড  ইত্যাদি

১ম ধাপ হচ্ছে post title

 

Post Title দেওয়ার পর  300 word এর contains লিখতে হবে তারপর subheading লিখতে হবে।

তবে মনে রাখতে হবে প্রতিটি subheading এ 300 word contain লিখা যাবে ।

২য় ও ৩য় ধাপের কাজ শেষ হলে ৪র্থ ধাপে contain এর মাঝে একটি ছবি আপলোড করতে হবে এবং

ছবির মধ্যে ৪র্থ ও ৫ম ধাপ অনুযায়ী Alternative Text (image) এবং Image Title Attribute ব্যবহার করতে হবে।

**** তারপর ১০, ১১ এবং ১২ নাম্বার ধাপ অনুযারী outbound links, internal link, Tag ব্যবহার করতে হবে।

এবং Featured image আপলোড  করতে হবে।

এসইও ক্যাটাগরিঃ

এ পযায়ে আমরা এসইও ক্যাটাগরির  মধ্যে যে সকল ধাপ গুলো আছে তা আলোচনা করবো।

 

উপরের লাল চিহিৃত ছক অনুযারী প্রথমে seo title লিখতে হবে ।

তারপর Slug ব্যবহার করতে হবে যেমন এই পোষ্টে আমি Slug ব্যবহার করবো WordPress SEO মনে রাখবেন Slug 

সবসময় যত ছোট সংখ্যা দিতে পারেন তত ভালো।

৮তম ধাপে আছে A meta description এখানে সবোর্চ্চ ১৫০ ওয়ার্ড এর বেশী লিখা যাবে না।

৯তম ধাপে আছে The focus keyword এখানে আমরা সাধারণত যে বিষয়ের উপর টিউটোরিয়াল করে থাকি

সে বিষয়ের উপর একটা টাইটেল বা নাম নির্বাচন করে থাকে । এখানে আমরা সাধারণত title এর মূল বিষয়টি

focus keyword হিসেবে ব্যবহার করে থাকি । যেমন ঃ WordPress SEO , WordPress , SEO   ইত্যাদি এভাবে

আমরা ছোট ছোট অংশকে focus keyword  হিসেবে ব্যবহার করে থাকি।

০১ হতে ১৩ পর্যন্ত ধাপ গুলো সম্পন্ন হলে Categories নির্বাচন করে  Publish  করে দিন।

হোম ফেসবুক 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *