How to add Mechanic Visitor Counters plugin WordPress

 Mechanic Visitor Counters

হাই বন্ধুরা আমি পলাশ মাহমুদ আজকের Mechanic Visitor Counters টিউটোরিয়াল এ আপনাদের সবাইকে স্বাগতম।

আজকে আমি   WordPress plugin সম্পর্কে আলোচনা করবো । কেন আপনারা এই  plugin আপনার WordPress Website

এ ব্যবহার করবেন। এর সুবিদা সম্পর্কে আমি আজকের টিউটোরিয়াল এ আলোচনা করবো। আপনার ওয়েবসাইট এর..

১। প্রতিদিনের ভিজিট, ২। টুটাল ভিজিট, ৩। প্রতিদিনের হিট, ৪। টুটাল হিট, ৫। অনলাইন ভিজিট ৬। আইপি এবং সার্ভার

টাইম ইত্যাদি এই plugin এর মাধ্যমে জানতে পারবেন।

এই   plugin টি একটি ওয়েবসাইট এর জন্য ব্যাপক ভুমিকা পালন করে থাকে । তাই এর ব্যাপক ব্যবহার হয় , আর এই

plugin  কিভাবে আপনার ওয়েবসাইটে সেটআপ করবেন তা আমি পর্য়ারক্রমে আলোচনা করবো।

সর্বপ্রথম আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডেসবোর্ড ওপেন করুন ।

তারপর আপনি Plugin হতে Add New Plugin এ ক্লিক করুন। এবং সার্চ অপশনে  Mechanic Visitor Counters লিখে

সার্চ করুন এবং তা Active করুন। সর্বশেষ Plugin টি সিটিং করতে নিচের ভিডিওটি ভালো ভাবে দেখুন।

আজকের টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ।

সবাই ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ।

ফেসবুক    হোম

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *