কিভাবে ওয়ার্ডপ্রেস Menu তৈরী করবেন?

হ্যালো ভিজিটরস আমি পলাশ মাহমুদ আজকের WordPress Menu ধারাবাহিক  টিউটোরিয়াল পর্ব-০৩ এ আপনাদের সবাইকে জানাই Polash IT Education এর পক্ষ থেকে গুভেচ্ছে ও স্বাগতম । আজকের এই ওয়ার্ডপ্রেস মেনু  ধারাবাহিক  টিউটোরিয়াল পর্ব-০৩ এ আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।

Wordpress Menu

WordPress Menu তৈরীঃ 

ধাপ-০১ । সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস লগইন করে ড্রেস বোর্ড এ চলে যান।

ধাপ-০২ । Appearance থেকে Customize এ চলে যান তারপর Menus এর মধ্যে ক্লিক করুন । এবং সেখানে দেখতে পাবেন

হোম মেনু এবং ফোটার মেনু Add Item এ ক্লিক করুন এবং মেনুর নাম দিন এবং Add করুন।

এভাবে যত ইচ্ছা তত গুলো ওয়ার্ডপ্রেস মেনু তৈরী করুন ।

ধাপ-০৩ । এ পর্যায়ে ড্রেস বোর্ড হতে Appearance থেকে  Menus এ ক্লিক করুন । সেখান থেকে যে আপনার ইচ্ছমত মেনু ড্রাগ করে সাজিয়ে নিন।

নিচের ভিডিওটি দেখে আসতে পারেন।

হোম ফেসবুক

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *