কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে News Ticker Add করবেন ।

হ্যালো ফ্রেন্ডস আমি পলাশ মাহমুদ News Ticker টিউটোরিয়াল এ আপনাদের সবাইকে পলাশ আইটি ডট কম এর পক্ষ থেকে

আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নিউজ টিকার  Add করবেন তা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো।

News Ticker

সর্বপ্রথম আমরা নিউজ টিকার অ্যাড করার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডেসবোর্ড এ চলে যাব এবং সেখান থেকে Plugins তারপর Add New তে ক্লিক করবো এবং সার্চ অপশনে সার্চ করো Ditty News Ticker এবং তা Install এবং Active করে নিবো।

আমাদের নিউজ টিকার Active Complected হওয়ার পর নিউজ Add করার জন্য নিউজ টিকার ক্লিক করতে হবে সেখান থেকে

Add New  তার পর নিচে এরকম একটা পেইজ দেখতে পাবেন।

News Ticker

সেখান থেকে Add New News Ticker এর মধ্যে Title লিখতে হবে এবং Ticker Text এর মধ্যে নিউজ এর হেড লাইন লিখতে হবে তারপর Link এর মধ্যে নিউজ এর লিংকটা কপি করে পেষ্ট করে ‍দিন এবং Target এর মধ্যে দুইটি অপশন আছে সেখান থেকে -Blank সিলেক্ট করুন এবং Update করুন এতে যে কেউ এই লিংক এ ক্লিক করলে নতুন পেইজ এ নিউজটি ওপেন হবে।

ফেসবুক   ইউটিউব  হোম

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *