এডোবি সিএস-৬ ফটোশপ বাংলা টিউটোরিয়াল পর্ব-০৫

Scroll Bar (স্ক্রোল বার) ঃ

কোন ইমেজ এর চতুর্দিক দেখার জন্য আমরা যে বার ব্যবহার করে থাকি তাকে Scroll Bar বলে। কম্পিউটার ব্যবহার করার সময়

মাঝে মাঝে আমরা ডানে বামে কোন কিছু বোঝাতে হলে Horizontal এবং উপর নিচে বোঝাতে হলে Vertical বলা হয়। অপরদিকে কোন

পেইজ এর উপর দিক বা নিচ দিক দেখতে হলে ডান দিকে বিদ্যমান যে বারটি ব্যবহার করা হয় Vertical Scroll Bar বলে হয়ে থাকে।

Tools Box (টুল বক্স) ঃ

Adobe Photoshop এর Window এর মধ্যে বামে বিভিন্ন Tools (টোল) সম্বলিত একটি বক্স দেখা যায়। এই Tools (টোল) বক্সের

মাধ্যমে  বিভিন্ন রকমের অবজেক্ট তৈরী, এডিটিং, উপস্থপনা, কালার, ড্রইং ইত্যাদি করা হয়ে থাকে।

Character Palette (কারেক্টার প্যালেট) ঃ

Type Tool এর মাধ্যমে কোন কিছু লেখার পর লেখাকে ডিজাইন করার জন্য এই Character Palette টোল ব্যবহার করা হয়।

Action Document (সচল ডকুমেন্ট) ঃ

যে ডকুমেন্টটি বর্তমানে সামনে আছে বা যে ডকুমেন্ট এর মধ্যে বর্তমানে কাজ চলছে বা করতেছি তাকে Action Document বলে।

Name of Active Window (চলমান উইন্ডো এর নাম) ঃ

যে টাইটেল বার এর মধ্যে কোন  Window বর্তমানে চালু আছে উহার নাম দেখা যায় তাকে Name of Active Window বলা হয়।

Document Close Button (চলমান ডকুমেন্ট বন্ধ করা) ঃ

সাধারণত আমরা জানি Close শব্দের অর্থ বন্ধ করা । Adobe Photoshop Active Document এর উপর ডান  কোনায় Document Close Button বাটন বিদ্যমান। এই বাটন দ্বারা Document Close Button বন্ধ করা যায়।

Document Maximize/Restore Button :

Adobe Photoshop Active Document Window এর উপর ডান  কোনায় Document Maximize/Restore Button বাটন

বিদ্যমান। এই বাটন দ্বারা Active Document এর সাইজ ছোট বড় করা যায়।

Minimize Button :

Adobe Photoshop Active Document Window এর উপর ডান  কোনায় Minimize Button বাটন বিদ্যমান। এই বাটন দ্বারা

Active  Window কে ছোট করে অপেক্ষামান অবস্থায় রাখতে পারি এবং যখন প্রয়োজন তখন ওপেন করা যায়।

Status Bar ( স্ট্যাটাস বার) ঃ

চলমান সময়ে কোন কাজ করা হচ্ছে, কোন টুল ব্যবহার হচ্ছে ইত্যাদি তথ্য অবহিত করে এই Status Bar । এছাড়াও এই Status Bar

এর মধ্যে আরো বিভিন্ন তথ্য সম্পর্কে অবগত হওয়া যায়।

হোম

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *